
দক্ষিণ সুরমা প্রতিনিধি::
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেলিরাই নামক স্থানে গত সোমবার (২৪ মে) রাত আনুমানিক ১০ ঘটিকার সময় একদল সন্ত্রাসীরা যুবলীগ কর্মী আবুল হোসেনকে রামদা দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে ফেলে যায়। নিহত আবুল হোসেন দক্ষিণ সুরমা উপজেলার ১নং মোল্লারগাঁও ইউনিয়নের হাজরাই গ্রামের আলকাছ মিয়ার ছেলে। আশপাশের লোকজন রক্তাক্ত আবুল হোসেনের লাশ রাস্তার পাশে ফেলা দেখে দক্ষিণ সুরমা থানার পুলিশকে খবর দেয়। সাথেসাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবুল হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
আবুল হোসেন খুনের ঘটনায় স্হানীয় আওয়ামিলীগ নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় যার ফলে সমস্ত এলাকায় আতংক ছড়িয়ে পরে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। স্হানীয় আওয়ামিলীগ নেতাদের দাবী বিএনপির নেতা কর্মীরা পরিকল্পিত ভাবে হামলা করে যুবলীগ কর্মী আবুল হোসেন কে হত্যা করেছে।
উক্ত খুনের ঘটনায় নিহত আবুল হোসেনের পিতা বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০-১৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন, থানায় মামলা নং- ৩৮ (তাং ২৫/০৫/২০২১ ইং)। মামলার আসামী হলেন বিএনপি নেতা শেখ আব্দুল মতিন, মুহিবুর রহমান, ছাত্রদল নেতা মোঃ সাদিকুর রহমান বদরুল, ফেরদৌস আহমদ, মাসুম পারভেজ, ফখরুল ইসলাম , যুবদল নেতা জয়নাল আহমদ সিরাজী, ছালেখ আহমদ, মোঃ নূরউদ্দিন প্রমূখ। মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম। তিনি বলেন আবুল হোসেন নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। অতিসত্বর সকল আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।