• ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফাহিম চৌধুরীর বাড়িতে পুলিশি তল্লাশির নিন্দা জানিয়েছেন আব্দুস সামাদ লস্কর মুনিম

admin
প্রকাশিত মে ১০, ২০২২
ফাহিম চৌধুরীর বাড়িতে পুলিশি তল্লাশির নিন্দা জানিয়েছেন আব্দুস সামাদ লস্কর মুনিম

একুশেনিউজ ডেস্ক::
গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল এর সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা শাখার সদ্য সাবেক সদস্য সচিব ফাহিম চৌধুরীর বাড়িতে অনৈতিক ভাবে পুলিশ কর্তৃক তল্লাশির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম।

তিনি এই ন্যাক্কারজনক তল্লাশির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তল্লাশির নামে অহেতুক পরিবার পরিজনদের হয়রানি ববন্ধের আহবান জানান।

সোমবার রাতে ফাহিম চৌধুরীর বাড়িতে পুলিশ যায় তখন তার পরিবারের পক্ষ থেকে বলা হয় সে কিছুদিন পূর্বে বাংলাদেশ ছেড়ে বিদেশে গেছে। তারপরও অহেতুক হয়রানির উদ্দেশ্যে এবং ভয়-ভীতি দেখাতে তার পরিবারের সদস্যদের বাধ্য করে বাড়ি তল্লাশি করার। তখন তারা নিরুপায় হয়ে বাড়ি তল্লাশির জন্য খুলে দেন, তখন তারা বাড়ি তল্লাশি করে ফাহিমকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যদের সাথে অসদাচরণ করেন।