
একুশেনিউজ ডেস্ক::
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্দেশনা পেয়েই বন্যার্তদের সাহায্য করতে দুর্গত এলাকায় যাচ্ছেন সিলেট জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
এরই ধারাবাহিকতায় সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিমের উদ্যোগে সিলেট নগরীতে বন্যার্ত মানুষের মাঝে শুকনো খাবার, ওরস্যালাইন ও মোমবাতি বিতরণ করা হয়।
বুধবার (১৮ মে) দিনব্যাপী বন্যার্তদের দুয়ারে দুয়ারে গিয়ে প্রায় দুইশো পরিবারের মাঝে খাবার পৌছে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ও বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমদ চৌধুরী, সিলেট মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য সোলেমান খাঁ, ২০নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান ফয়েজ, ২১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আপ্তারুজ্জামান চৌধুরী সেজু, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য আব্দুল্লাহ আহমদ, রুবেল আহমদ, আজিম আহমদ, এপলু আহমদ, লিটন আহমদ, সোহেল মিয়া, সৈয়দ দিহান আহমদ, সাব্বির আহমদ পাটোয়ারী প্রমুখ।