• ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইসলামী আন্দোলনের সিলেট বিভাগীয় মহাসমাবেশ সফলের লক্ষে জকিগঞ্জে প্রস্তুতি সভা

admin
প্রকাশিত জুন ৮, ২০২২
ইসলামী আন্দোলনের সিলেট বিভাগীয় মহাসমাবেশ সফলের লক্ষে জকিগঞ্জে প্রস্তুতি সভা

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট বিভাগীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে জকিগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জুন) বিকাল ৩টায় উপজেলা কার্যালয়ে শাখা সভাপতি মুহাম্মদ শিহাব উদ্দিন এর সভাপতিত্বে ও সেক্রেটারী জিয়া উদ্দিন এর পরিচালনায় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় বাস্তবায়ন কমিটির সমন্বয়ক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি), সদস্য আলহাজ্ব ইসহাক আহমদ, আলহাজ নজির আহমদ, মুহাম্মদ আব্দুল ওয়াহিদ, মুহাম্মদ নুরুল আমিন প্রমুখ। সিলেট বিভাগীয় সমাবেশ ২৯ জুন ২২ বুধবার সিলেট রেজিষ্টারী মাঠে অনুষ্ঠিত হবে।

সভায় সমাবেশ সফলে ব্যাপক আলোচনা করা হয়। শেষে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।