
একুশেনিউজ ডেস্ক::
সিলেটে বন্যা আক্রান্ত কয়েক লক্ষ মানুষ। আশ্রয়কেন্দ্রেও টাই হচ্ছে না। খাবার, বিশুদ্ধ পানি না পেয়ে হাহাকার করছেন বন্যাক্রান্তরা।
এই দুঃসময়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. আতিকুর রহমান সাজ্জাদ।
শুক্রবার (২৪ জুন) বালাগঞ্জের বোয়ালজুড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডেও ২’শ পরিবারের মাঝে ভালবাসার উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। ৮নং ওয়ার্ড ছাড়াও ইউনিয়নের বিভিন্ন জায়গায় বন্যার্ত আরো ১’শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক মিয়া, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তজম্মুল আলী, সাধারণ সম্পাদক রহমত আলী, , স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল মিয়া, বোয়ালজুড় ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আখতার মিয়া, ওয়ার্ড মেম্বার কয়েছ মিয়া প্রমুখ।
এর আগে তিনি বোয়ালজুড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডে দুইটি আশ্রয়কেন্দ্র পঞ্চগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নুরানী মাদ্রাসায় আশ্রয় নেওয়া সকল বন্যার্তদের সকল দায়িত্ব নিয়েছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. আতিকুর রহমান সাজ্জাদ। তাদেরকে খাবার দেয়া, বিশুদ্ধ পানি দেওয়া সহ যাবতীয় সকল ব্যবস্থা করে আসছেন তিনি।
এ ব্যাপারে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. আতিকুর রহমান সাজ্জাদ বলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নির্দেশনায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোয়ালজুড় ইউনিয়নের চেয়ারম্যান আনহার মিয়া, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমদের নির্দেশে আমি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। যতদিন বন্যার পানি কমবেনা ততোদিন আমি আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের সব ধরণের দায়িত্ব পালন করে যাবো। আমার সাথে রয়েছেন ৮নং ওয়ার্ডের মেম্বার কয়েছ মিয়া ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।