• ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে সফর, ১৪৪৭ হিজরি

নিখোঁজ মোস্তফার খোঁজ চায় তার পরিবার

admin
প্রকাশিত জুলাই ১, ২০২০
নিখোঁজ মোস্তফার খোঁজ চায় তার পরিবার

ডেস্ক রিপোর্ট::
সিলেটের আম্বরখানা এলাকা থেকে মোস্তফা হোসেন খান নামে এক শিশু হারিয়ে গেছে। সে নগরীর আম্বরখানা এলাকার ৪নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আতোয়ার খানের ছোট ছেলে । তার বয়স প্রায় ৮ বছর। উচ্চতা- ৩ ফুট ১ ইঞ্চি, গায়ের রং-ফর্সা, মুখমন্ডল- গোলাকার। হারিয়ে যাওয়ার সময় তার পরনে লাল টিশার্ট ও কালো হাফ প্যান্ট।

সে গত ২৫ জুন ২০২০ইং বিকেলে খেলাধুলার জন্য বাড়ির পাশের মাঠে গেলে আর ফিরে আসেনি। সে ফিরে না আসায় তার পরিবার সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি ।

তাকে খুঁজে না পাওয়ায় তার বড় বোন হাজেরা খান গত ২৮ জুন ২০২০ ইং এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নম্বর ৩১২। তার পরিবারের দাবি তাকে পারিবারিক শত্রুতার বশবর্তী হয়ে অপহরণ করা হয়েছে।

কোন সহৃদয় ব্যক্তি উক্ত শিশুর সন্ধান পাওয়া মাত্র এয়ারপোর্ট থানার ওসি মঈনুল জাকির (০১৩১০১৬২১৪৭) অথবা অফিসার ইনচার্জ (০১৭১৪৭৫৫৩৩৯) নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল ।