• ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গোলাপগঞ্জে সংঘর্ষের ঘটনায় আহত আতাউর রহমান হাসপাতালে মৃত্যৃ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২১
গোলাপগঞ্জে সংঘর্ষের ঘটনায় আহত আতাউর রহমান হাসপাতালে মৃত্যৃ

স্টাফ রির্পোটার : গত ৫ ফেব্রুয়ারি গোলাপগঞ্জের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত আতাউর রহমান দুই দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) ২০২১ তারিখ রাত ১০টায় সিলেট এমজি ওসমানী হাসপাতালে মারা যান। তার মৃত্যুও সংবাদ শুনে আত্বীয়স্বজন ও শ্রমিক ইউনিয়নের নেতারা হাসপাতালে এসে ভীড় করেন।

জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি শুক্রবার পূর্ব পরিচিত জুবায়ের আহমদ জাবেদ বাড়িতে পৌছে দেওয়ার কথা বলে সিএনজি গাড়িতে তুলে মাঝ পথে তার উপর আক্রমণ করে মারাত্বক আহত করে। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করলে দুই দিন চিকিৎসা নেওয়া পর তিনি মারা যান।

এবিষয়ে আতাউর রহমানের স্ত্রী রুজি বেগম বলেন, আমার স্বামী আতাউর রহমানকে পূর্ব শত্রতার জের ধরে জুবায়ের আহমদ জাবেদ তার সহযোগীদের নিয়ে পরিকল্পিভাবে হত্যা করে। আমার স্বামী হত্যারকারীদের ফাসি চাই।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি আখতার হোসেন এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন গত ৫ ফেব্রয়ারি শুক্রবারের ঘটনায় আহত আতাউর রহমান মারা গেছে শুনেছি। সেই দিনের ঘটনার উনার স্ত্রী রুজি বেগম একটি অভিযোগ দায়ের করেছেন সেই অভিযোগে হত্যা মামলা দায়ের করা হবে।