• ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাজারে আওয়ামীলীগ কর্মী নিহত

admin
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২১

 

সুনামগঞ্জ প্রতিবেদক : সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানাধীন শান্তিগঞ্জ বাজারে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত্রে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করাকে কেন্দ্র করে আওয়ামীলীগ নেতা জহিরের ছোট ভাই জোবায়ের নিহত হয়।

প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ১১টা ৪৪ মিনিটের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার জন্য আওয়ামীলীগ, বিএনপি ও বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ জমায়েত হয়। কে আগে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবে এই নিয়ে আওয়ামীলীগ নেতা কামরুল, জহির, জাহিদুল এবং বিএনপি নেতা মাহমুদ, খালেদ গংদের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। বিএনপির কয়েক জন লোক জোবায়েরকে এলোপাতাড়ি চুরিকাঘাত করে এবং ঐদিন রাতেই সে মারা যায়। পুলিশ এসে ফাঁকা গুলি করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষে উত্তেজনা বিরাজ করায় পুলিশের পাশাপাশি র‌্যাব মোতায়ন করা হয়েছে। পরের দিন সকালে মা রেস্টুরেন্টের সামনে থেকে জোবায়েরের বস্তাবন্দি লাশ পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সাথে জড়িত সন্দেহে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।