স্টাফ রিপোর্টার: গত ৩০ ডিসেম্বর ২০১৮ইং তারিখে দেশব্যাপী ১১তম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনের নির্বাচনী এলাকায় নির্বাচনী সহিংসতায় জালালাবাদ বিএনপি নেতা গুরুতর আহত সামছুল ইসলাম গত বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি জালালাবাদ থানাধীন সিলেট সদর উপজেলার ফকিরেরগাঁও গ্রামের বাসিন্দা। ঘটনার বিবরণে জানা যায় যে, গত ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে সামছুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত প্রার্থী খন্দকার আব্দুল মোক্তাদির এর ধানের শীষ প্রতীকের এজেন্টের দায়িত্ব পালন করছিলেন। নির্বাচনের দিন সকাল এগারো ঘটিকার সময় ফকিরেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় সেন্টারে যুবলীগও ছাত্রলীগের নেতাকর্মীরা কেন্দ্র দখল করে নৌকায় সীল মারতে থাকে। বিএনপির এজেন্ট তাদের এ অনৈতিক কাজে বাধা প্রদান করিলে তারা সামছুল ইসলাহ এবং অন্যান্য বিএনপির এজেন্টদের মারধর করতে থাকে। তারা ভোট কেন্দ্রে ককটেল, হাতবোমা নিক্ষেপ করে কেন্দ্রকে অস্থিতিশীল করে তোলে। কেন্দ্রের অবস্থার সংবাদ ছড়িয়ে পড়িলে পুলিশ, র্যাব ও আর্মি এসে কেন্দ্র বন্ধ ঘোষণা করে বিএনপি নেতা গুরুতর আহত সামছুল ইসলাম, ও আকবর আলী সহ আরো অন্যান্য আহত কর্মীদের গ্রেফতার করে নিয়ে যায়। পরবর্তীতে গুরুতর আহত সামছুল ইসলাম এর অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার হাসপাতালে মৃত্যুবরণ করেন।
মৃতের স্ত্রী অভিযোগ করেন তার স্বামীর হত্যাকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করতে যান কিন্তু জালালাবাদ থানা কর্তৃপক্ষ তার মামলা নিতে অস্বীকৃতি জানায়। থানা কর্তৃৃপক্ষ ভুক্তভোগীর মামলা গ্রহণে অস্বীকৃতি জানালে তিনি গতকাল বিজ্ঞ আইনজীবী এডভোকেট লুকমান আহমদ চৌধুরীর মাধ্যমে মাননীয় বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, সিলেটে ইউ/পি আওয়ামীলীগ সভাপতি মোশাহিদ আলী, আওয়ামীলীগের নৌকা প্রার্থী সহ-সভাপতি খোরশেদ আহমদ ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখুল ইসলাম শেখসহ ১৭জনকে আসামী করে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলার বিষয়বস্তু আমলে নিয়ে মামলা গ্রহণ করে শুনানীর জন্য দিন ধার্য করেন। যাহা দরখাস্ত মামলা নং-১০২৭/১৯ (চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট), তারিখ: ০৭/০১/২০১৯ইং, ধারা: ৩০২/৩৪ দ:বি:।
এডভোকেট লুকমান আহমদ চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি মাননীয় বিজ্ঞ আদালতে বাদীর পক্ষে অভিযোগ দাখিল করেছি। মাননীয় আদালত আমাদের অভিযোগটি আমলে নিয়েছেন।