• ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গোবিন্দগঞ্জে আওয়ামীলীগ-বিএনপির সংঘর্ষে পুলিশের করা মামলার রায় ঘোষণা, আসামীদের বিভিন্ন মেয়াদে সাজা

admin
প্রকাশিত জুলাই ২০, ২০২১
গোবিন্দগঞ্জে আওয়ামীলীগ-বিএনপির সংঘর্ষে পুলিশের করা মামলার রায় ঘোষণা, আসামীদের বিভিন্ন মেয়াদে সাজা

ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজারে আওয়ামীলীগ-বিএনপির সংঘর্ষে বিগত ১০/০২/২০১৮ ইংরেজি তারিখে পুলিশের করা মামলার রায় ঘোষণা করা করেছে সুনামগঞ্জ মহামান্য আদালত। গত ১৯/০৭/২০২২ইং মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে বিচারপতি জনাব শহীদ উল্লাহ এই রায় ঘোষণা করেন। উক্ত রায়ে আসামী ১। আহসান মাহবুব (৩৮), ২। আতহার চৌধুরী (৩৫), ৩। সদরুল আমিন সোহান (৪০), ৪। আনছার উদ্দিন (৪৪), ৫। কামাল হুসেনন(৩২), ৬। সোহানুর রহমান (৩৪), ৭। এমদাদুল হক স্বপন (৩৯), ৮। মখলিছ খান (৩৬), ৯। মো রুকন উদ্দিন (২০), ১০। মুস্তাফিজুর রহমান (২২) দের বিরুদ্ধে ১৪৪/১৪৭/১৪৫/১৪৮/১৪৩/১৫১/১৫২/১৫৩/৩৪ দন্ডবিধি দ্বারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ১নং থেকে ১০নং আসামীদের উক্ত ধারায় ৬ বছরের সশ্রম কারাদন্ড ও ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

অপরদিকে এজাহারনামীয় আসামী, ১১। অলি মিয়া (২৮), ১২। সামছুল ইসলাম (৩২), ১৩। ফয়সল উদ্দিন (২৮) ১৪। সিরাজুল ইসলাম (৩৩), ১৫। নাসির উদ্দিন (২২), ১৬। ফরহাদ খান (৪০), ১৭। মিরাজ হুসেনব (২৩), ১৮। শাহাদাৎ হুসেন (২৮), ১৯। সাজু আহমদ (২৬) ২০। রাজু মিয়া (৩৬) ২১। আব্দুল মান্নান (২৯) দের বিরুদ্ধে ১৪৫/১৪৮/১৪৩/১৫১/১৫২/১৫৩/৩৪ দন্ডবিধি দ্বারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ১১নং থেকে ২১নং ও ২৪নং আসামী লুৎফুর রহমান (২৪) আসামীদের উক্ত অভিযুক্ত ধারায় ৩ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এছাড়া এজাহারনামীয় আসামী নং ২২। দুলাল আহমদ (৩১), ২৩। পাবেল আহমদ (৩৩) ২৫। মফিজ আলী (৩৪) ২৬। আফতাব আালী (২৯) ১৪৪/১৪৭/১৪৫/১৪৮/১৪৩/১৫১/১৫২/১৫৩/৩৪ দন্ডবিধি দ্বারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদেরকে অত্র মামলা হতে খালাস দেওয়া হল। উল্লেখ্য বিগত ১০/০২/২০১৮ ইংরেজি তারিখে গোবিন্দগঞ্জ বাজারে বিএনপির বিক্ষোভ মিছিলে বিএনপি-আওয়ামীলীগ ও পুলিশের ত্রিমূখী সংঘর্ষ বাধে। এতে পুলিশ ঘটনাস্থল হতে বিএনপির অঙ্গসংগঠনের ১৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করে ছাতক থানায় নিয়ে গিয়ে মোট ২৬ জনকে আসামী করে একটি বিস্ফোরক মামলা দায়ের করে। দীর্ঘ কয়েক বছর পর গত মঙ্গলবার মহামান্য আদালত এই মামলার রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত সকল আসামীই বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী। রায়ের বিষয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন এই রায় সম্পূর্ণ সাজানো ও পরিকল্পিত, কারণ দেশে এখন বিচার ব্যবস্হা নাই বললেই চলে, এখন বাংলাদেশের সকল বিচার ব্যবস্থা আওয়ামীলীগের নিয়ন্ত্রণে চলে। তাই এই সরকার ক্ষমতায় ঠিকে থাকতেই বিএনপির নেতা কর্মীদের ওপর মিথ্যা মামলা দিয়ে ফ্যাসিবাদ বিরোধী গণআন্দোলন থামানোর চেষ্টা চালাচ্ছে।