
স্টাফ রিপোর্টার :: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার এলাকার পাশে বাসিয়া নদীতে বালু উত্তোলন নিয়ে দুপক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী নিজাম উদ্দিন নির্মমভাবে নিহত হন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে কামাল বাজারে এ ঘটনা ঘটে। নিহত নিজাম উদ্দিন দক্ষিণ সুরমা উপজেলার কামালনবাজার এলাকার মৃত সাহেদ মিয়ার ছেলে। এঘটনায় নিহত নিজাম উদ্দিনের চাচা আওয়ামীলীগ নেতা শফিক মিয়া বাদি হয়ে দক্ষিণ সুরমা থানা একটি হত্যা মামলা দায়ের করেন। দক্ষিন সুরমা থানার মামলা নং ১৪ তারিখ ১৬-০২-২০২২।
মামলার আসামিরা হলেন আজমল আলী, নুরুজ্জামান, নেওয়াজ শরীফ, রাহিম আহমদ, মোঃ আব্দুল্লাহ, খোকন আহমদ, শাহজাহান আহমদ।
নিজাম উদ্দিন হত্যার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিজাম উদ্দিন হত্যার ঘটনায় খুনিদের গ্রেফতার করতে কামালবাজারে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা প্রতিবাদে ফুটে উঠেছে।
এবিষয়ে গণমাধ্যমকে মামলার বাদী আওয়ামীলীগ নেতা শফিক মিয়া বলেন, সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালায় এবং আমার ভাতিজা নিজাম উদ্দিন হত্যা করে লাশ ফেলে রেখে যায়। আমি সকল আসামীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, নিজাম উদ্দিন হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের দ্রুত গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।