• ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সোনাপুর বাজারে এক আওয়ামীলীগ কর্মী খুন, গ্রেফতার ২

admin
প্রকাশিত জুলাই ২৯, ২০২২

নিজস্ব প্রতিবেদক :: সিলেট শহরতলী থেকে প্রায় ২৩ কিলোমিটার পূর্বে গোলাপগঞ্জ উপজেলার অন্তর্গত সোনাপুর বাজারে বৃহস্পতিবার রাত আনুমানিক ৮ঃ৩০ মিনিটের দিকে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষ সৃষ্টি হয়, উক্ত সংঘর্ষে আওয়ামীলীগ কর্মী সাবু মিয়াকে হত্যা করে দূরবৃত্তরা পালিয়ে যায়।

বাজার কমিটির সভাপতি আব্দুল তাহিদ মিয়া এবং আওয়ামীলীগ নেতা আজমন্দ আলীর সাথে কথা বললে তিনি জানান কোয়ালিটি ৯টু ৯৯ গ্যালারিতে পন্যের মূল্য নিয়ে সংঘটিত সংঘর্ষে গুরুতর আহত হয়ে সাবু মিয়া মাঠিতে লুটিয়ে পরে সাথে সাথে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন। সে বাঘা ইউনিয়নের কালাকোনা গ্রামের কলমদর আলীর ছোট ছেলে। এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জের সাথে কথা বললে তিনি জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে ঘটনা স্থলে পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ঝন্টু চন্দ্র দেব(৬৩) পিতা মৃত সুবেন্দ্র দেব,পলাশ দেব(১৮) পিতা পনথ চন্দ্র দেব, দুইজনকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা উভয়ই কালাকোনা গ্রামের স্থায়ী বাসিন্দা। তদন্তের স্বার্থে আর কিছু এখন বলা সম্ভব নয়,তবে খুব দ্রুত ঘটনার রহস্য উন্মোচন হবে।