• ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

সিলেটে পীর সাহেব চরমোনাই (রহ.) জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২০
সিলেটে পীর সাহেব চরমোনাই (রহ.) জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক:: ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা শাখার উদ্যোগে ‘মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম পীর সাহেব চরমোনাই রহ. এর জীবন ও কর্ম শীর্ষক’ আলোচনা সভা শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় হুমায়ূন রশিদ চত্তল জামেয়া ক্বারিমিয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

ইসলামী যুব আন্দোলন সিলেট জেলার সভাপতি মুফতি মুহাম্মদ শিহাব উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি ফয়জুল হাসান চৌধুরী’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সদস্য প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খাঁন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলন সিলেট বিভাগীয় আমীর আলহাজ্ব মাওলানা শায়খ নাসির উদ্দিন সাহেব, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলার সভাপতি মুফতি সাঈদ আহমদ, মহানগর সভাপতি আলহাজ্ব নজির আহমদ সাহেব।

এছাড়া উপস্থিত ছিলেন- ইশা ছাত্র আন্দোলন সিলেট জেলার সভাপতি মোহা. নুরুদ্দীন আহমদ, মহানগর সভাপতি ইসমাইল আহমদ, ইসলামী যুব আন্দোলন সিলেট জেলার সহ-সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক মাওলানা শরাফত উল­াহ আরফান, দপ্তর সম্পাদক মুহা. নাঈম আহমদ, প্রচার সম্পাদক মাওলানা বদরুল হক, যুব কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক মুহা. শাহিদুল ইসলাম, সংখ্যালঘু সম্পাদক আবুল কাশেম, মানবাধিকার সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।