• ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ময়ুরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’ পেলেন অভিনেতা ইমতিয়াজ কামরান তালুকদার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৩
ময়ুরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’ পেলেন অভিনেতা ইমতিয়াজ কামরান তালুকদার

একুশেনিউজ ডেস্ক :: বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে মযূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারী) হোটেল সারিনা ঢাকা বনানীতে মযূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড ২০২৩ সম্পন্ন হয়।

টেলিভিশন নাটকের বর্তমান সময়ের দর্শকপ্রিয় তালিকায় শ্রেষ্ঠ সৃজনশীল অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন অভিনেতা ও নাট্যকার মোঃ ইমতিয়াজ কামরান তালুকদার। একেরপর এক কাজের মাধ্যমে তিনি মাতিয়ে রাখছেন দর্শকদের। সম্প্রতি অভিনয়ে বিশেষ অবদান রাখার জন্য ময়রপঙ্খী স্টার অ্যাওয়ার্ড ২০২৩ পেয়েছেন মো ইমতিয়াজ কামরান তালুকদার। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন। তিনি বলেন, আমি আমার সর্বোচ্চ চেষ্ঠা করেছি দর্শকদের আনন্দ দেয়ার জন্য। দর্শকের সাড়া পেয়ে আমি আনন্দিত। তবে সবার প্রশংসা পেয়ে আমি ধন্য। এই সম্মাননা আমার দায়িত্ব বাড়িয়ে তুললো। আগামীতে আরও ভালো ভালো কাজ উপহার দেবার চেষ্টা করবো জনপ্রিয় দর্শকদের।

অনুষ্ঠানে মযূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড গ্রহণ করেন চিত্রনায়ক ইমন, চিত্রনায়িকা শিরিন শিলা, অভিনেতা সজল, অভিনেত্রী রুনা খান, সংগীত শিল্পী ইকবাল-বিন আনোয়ার ডন, কোনাল, পুজা, আশিকুজ্জামান বনি, কথা, সুপার মডেল পিয়া জান্নাতুল, বারিশ হক, ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, রন্ধন শিল্পী আফরোজা নাজরীন সুমি, উপস্থাপক শ্রাবণ্য তৌহিদা সহ অনেকেই।