• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিশ্বনাথে সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ কর্মী খুন, থানায় মামলা দায়ের

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২২
বিশ্বনাথে সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ কর্মী খুন, থানায় মামলা দায়ের

স্টাফ রিপোর্টার :: বিশ্বনাথ উপজেলা পনাউল্লাহ বাজারের বড় খুরমা গ্রামের মেইন রাস্তার মোড়ে গত রাত মঙ্গলবার (৮ ফ্রেবুয়ারী) আনুমানিক ১০ ঘটিকার সময় সন্ত্রাসী হামলায় নির্মম ভাবে নিহত হন ছাত্রলীগ কর্মী আনোয়ার হোসেন। নিহত আনোয়ার হোসেন বিশ্বনাথ উপজেলা বড়তলা গ্রামের কামাল হোসেনের ছেলে।

নিহতের পরিবারের সাথে যোগাযোগ করে জানা যায় আনোয়ার হোসেন নিজ প্রয়োজনে বিশ্বনাথ বাজারে গিয়েছিল কাজ শেষে বাড়ি ফিরার পথে সন্ত্রাসীরা হামলা চালিয়ে থাকে খুন করে। রাস্তার পাশে আনোয়ার হোসেনের রক্তাক্ত লাশ দেখে আশপাশের লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করে। আনোয়ার হোসেন নিহতের ঘটনায় বুধবার (৯ ফ্রেবুয়ারী) বিশ্বনাথ থানায় তাহার পিতা বাদী হয়ে ৯ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় আসামী হলেন (১) মেঃ কয়েছ মিয়া, (২) শাহ আমির, (৩) মোস্তাক আহমদ ৪) রোমান উদ্দিন, (৫) হোসাইন আহমেদ প্রবেল, (৬) আব্দুস ছালাম জুনেদ, (৭) আজিজ খান সজিব, (৮) আব্দুর রহমান খালেদ, (৯) তানিমুল ইসলাম, প্রমূখ। আসামী সকলেই বিশ্বনাথ উপজেলার বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী। মামলার বিষয়ে বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দীন এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন এই হত্যা মামলাটি পরিকল্পিত বিনা কারণে বিএনপির নেতা কর্মীদের ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। আমি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।

বিশ্বনাথ থানার ওসির সাথে যোগাযোগ করলে তিনি বলেন খুনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। অন্যদিকে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামড়ান আহমদ এর সাথে খুনের ঘটনার বিষয়ে যোগাযোগ করলে তিনি বলেন এই হত্যা পরিকল্পিত। উপজেলার শান্ত পরিবেশকে অশান্ত করতেই বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসী কর্মীরা ছাত্রলীগ কর্মী আনোয়ার হোসেনকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। আমি হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবী জানাচ্ছি।