• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেট জেলা ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি অর্পন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৩
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেট জেলা ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি অর্পন

একুশ আমার গর্ব, একুশ আমার অহংকার, অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে সিলেট জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে প্রভাতফেরী শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সিলেট জেলা ছাত্রলীগ প্রতি বছরের ন্যায় সমগ্র জাতির সাথে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মহান ভাষা আন্দোলনের সূর্যসস্তানদের শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে।

মঙ্গলবার (২১ শে ফেব্রুযারি) উপলক্ষে প্রভাতফেরী পরবর্তীতে সিলেট জেলা ছাত্রলীগের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাওয়াদ খান, উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক এম আর মুহিব, আব্দুস সাদিক তারেক, সঞ্জয় সরকার, বাপ্পি সরকার জয়, দ্বীপরাজ দাস দীপায়ন, তায়েফ হোসাইন, ইমন ইবনে সাম্রাজ, ফাইয়াজ আহমেদ, রকি ফরায়েজি, মেহরাব হোসাইন, অমিতাভ, অলিউর রহমান, সুমন, সজীব, সাহেদ, পাবেল, আমির, আবজাল, আরিফ, সাহেল, হাবিব, আব্দুর রহমান, হ্রদয়, লিংকন, বাদল, হাসান, সোহাগ, অপু, নাবিল প্রমুখ।