• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মনু নদী থেকে লাশ উদ্ধার: মামলা দায়ের, গ্রেফতার ১

admin
প্রকাশিত জুন ১০, ২০২১

নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গজভাগ গ্রামের মনো নদী থেকে গত বুধবার সকাল আনুমানিক সকাল ১১ টার দিকে কামরুল হাসান (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কামরুল হাসান রাজাপুর গ্রামের মৃত রহমত হাসানের ছোট ছেলে। এ ব্যাপারে নিহতের বড় ভাই পাবেল হাসানের সাথে কথা বলে জানা যায়, প্রত্যক্ষদর্শী হেলাল আহমেদ যার বাড়ি মনু নদীর তীরস্ত কলিরকোনা গ্রামে, উনার ফোন কল মারফত জানতে পারেন, গজভাগ গ্রামের চন্দন কুমার চন্দ ও তার ছেলে সমুদ্র প্রতিম চন্দ প্রিন্স সহ আরও কয়েক জন লোক কামরুল হাসানকে হত্যা করে তার লাশ মনো নদীতে ফেলে গেছে। সাথে সাথে পাবেল হাসান কুলাউড়া থানাকে অবহিত করে ঘটনা স্থলে গিয়ে ভাইয়ের নিথর দেহ নদীর তীরে পড়ে থাকতে দেখেন।

পুলিশ এসে লাশ উদ্ধার করে।সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য কামরুল হাসানের লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে নিহতের লাশ দাফন করার পর চন্দন কুমার চন্দ (৫৬) , সমুদ্র প্রতিম চন্দ প্রিন্স (২০) সহ আরও অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে নিহতের বড় ভাই পাবেল হাসান একটি হত্যা মামলা দায়ের করেন।

এই বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জের সাথে কথা বলে জানা যায়,নিহতের বড় ভাই পাবেল হাসান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পরের দিন মামলার অন্যতম আসামী সমুদ্র প্রতিম চন্দ প্রিন্স (২০) কে গ্রেফতার করা সক্ষম হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।