সিলেট মহানগর বিএনপির ৩নং ওয়ার্ডের তিন বারের মনোনিত সহ-সভাপতি মোঃ শামীম আহমদ চৌধুরী নাসিম হোসাইনকে সভাপতি পদে ও সাধারণ সম্পাদক-কাউন্সিলর ফরহাদ চৌধুরীর পক্ষে সিলেট মহানগর বিএনপির সকল স্তরের কাউন্সিলরদেরকে ৪ মার্চ ২০২৩ রেজিস্টারি মাঠে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানিয়েছেন।
প্রায় ৭ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট মহানগর বিএনপির সম্মেলন। আগামী ৪ মার্চ নগরের রেজিস্টারি মাঠে সম্মেলন অনুষ্ঠিত হবে। ওইদিনই কাউন্সিলের মাধ্যমে নির্বাচন করা সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।
শীর্ষ এই তিন পদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন দলটির ১২ নেতা। এরমধ্যে সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে দুই জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৫জন। শুক্রবার নির্বাচন কমিশনের কাছ থেকে মনোনয়নপত্র ক্রয় করেন এই ১২ জন।
সিলেট মহানগর বিএনপির সবশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ৭ জানুয়ারি। ওইদিন কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি পদে নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক পদে বদরুজ্জামান সেলিম নির্বাচিত হন।
২০১৮ সালে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে বহিস্কার করা হয় সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে। তার অবর্তমানে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান আজমল বখত সাদেক।
এরপর ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর মেয়াদোত্তীর্ণ এই কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি দেয় কেন্দ্রীয় বিএনপি। আব্দুল কাইয়ুম জালালী পংকীকে আহ্বায়ক ও মিফতাহ সিদ্দিকীকে সদস্যসচিব করে গঠন করা হয় আহ্বায়ক কমিটি। প্রায় দেড় বছর পর এই আহ্বায়ক কমিটি আগামী ৪ মার্চ সম্মেলনের আয়োজন করছে।
বিএনপি নেতারা জানান, আগের সম্মেলনের ধারাবাহিকতায় এবার কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নেতৃত্ব বাছাই করা হবে। কাউন্সিলের জন্য ২২ ফেব্রয়ারি নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।
তফসিল অনুযায়ী শুক্রবার মনোনয়ন পত্র সংগ্রহ ও শনিবার ছিলো মনোনয়নপত্র দাখিল ও বাছাই। তবে পদযাত্রার কর্মসূচীর কারণে সোমবার দাখিল ও বাছাইয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। এরপর মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহার ও বুধবার বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।
মহানগর বিএনপির কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন জানান, সভাপতি পদে ৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন-বর্তমান আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব ও সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী ও সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র কিনেছেন পাঁচ সাবেক ছাত্রনেতা রেজাউল করিম নাচন, মাহবুব কাদির শাহী, সাফকে মাহবুব, আব্দুল্লাহ শফি সাঈদ সাহেদ ও আক্তার রশীদ চৌধুরী।
দীর্ঘদিন পর সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হওয়ায় দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। আর প্রার্থীরা নিজেদের বিজয় নিশ্চিত করতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। ঘরোয়া মতবিনিময়, বৈঠক করে কাউন্সিলরদের ভোট চাচ্ছেন অনেকে। নগরে বিলবোর্ড ব্যানার টানিয়ে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা।