• ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে সফর, ১৪৪৭ হিজরি

সিলেট মহানগর বিএনপির নির্বাচিত নেতৃবৃন্দকে শামীম আহমদ চৌধুরীর অভিনন্দন

admin
প্রকাশিত মার্চ ১১, ২০২৩
সিলেট মহানগর বিএনপির নির্বাচিত নেতৃবৃন্দকে শামীম আহমদ চৌধুরীর অভিনন্দন

কাউন্সিলের মাধ্যমে নবনির্বাচিত সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুবকে অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর ৩নং ওয়ার্ড বিএনপির তিনবারের সহ-সভাপতি মোঃ শামীম আহমদ চৌধুরী।

শনিবার (১১ মার্চ) এক অভিনন্দন বার্তায় সিলেট মহানগর ৩নং ওয়ার্ড বিএনপির তিনবারের সহ-সভাপতি মোঃ শামীম আহমদ চৌধুরীবলেন, ঐতিহাসিক কাউন্সিলের মাধ্যমে ওয়ার্ড নেতৃবৃন্দের প্রত্যক্ষ ভোটে সিলেট মহানগর বিএনপির নেতৃত্ব নির্বাচন সিলেটের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। নবনির্বাচিত সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব তৃনমূলের ভোটে নেতা নির্বাচিত হয়েছেন। আমি প্রত্যাশা করি ফ্যাসিস্ট সরকারের পতন আন্দোলনে নবনির্বাচিত নেতৃবৃন্দ অগ্রনী ভুমিকা পালন করবে। সিলেট মহানগর বিএনপির সকল আন্দোলন সংগ্রামে অতীতের ন্যয় গুরুত্বপূর্ণ ভুমিকা পালনে প্রতিশ্রতিবদ্ধ।