আমেরিকা প্রবাসী সমাজ হিতৈষী ও সামাজিক সংগঠক শায়লা আজীম প্রতিষ্ঠিত নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশে তাদের মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।এরই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসে গরীব অসহায় দরিদ্র দুই শতাধিক মানুষের জন্য ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ইফতার বিতরণ করা হয়।
সিলেটের সামজিক স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন ভিলেজ গ্রিন ভিলেজ এর সভাপতি রোটারিয়ান মোঃ ইকবাল হোসেন ও তার টিমের আয়োজনে উক্ত ইফতার পরিবেশন অনুষ্টান সুচারুরূপে সম্পন্ন করা হয়।
নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন সারা বাংলাদেশে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ক্ষুধা ও দারিদ্র্য পীড়িত মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ, চিকিৎসা সহায়তা প্রার্থীদের জন্য চিকিৎসা সহায়তা প্রদান,সুন্দরবন অঞ্চলের বাঘের আক্রমনে নিহত পরিবারের জন্য বাঘ বিধবা প্রজেক্ট,বিশুদ্ধ পানির অভাব জনিত এলাকায় পানি সরবরাহ করার জন্য নলকুপ স্থাপন প্রকল্প,আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মহিলাদের জন্য স্বাবলম্বী প্রজেক্ট,হিজড়া জনগোষ্ঠীর জন্য স্বাবলম্বী প্রজেক্ট ইত্যাদি চলমান।
এ ছাড়া ও আসন্ন ঈদ ও বিভিন্ন দুর্যোগে নানাবিধ সহায়তা প্রজেক্ট বিশেষ করে গরীব অসহায় মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সাশ্রয়ী মুল্যে কিংবা বিনা মুল্যে প্রদানের জন্য প্রজেক্ট সমুহ বাস্থবায়নাধীন।
মানুষের মুখে হাসি ফুটানোর এই সকল মানবিক কার্যক্রম চালিয়ে যেতে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি শায়লা আজীম সকলের সহযোগিতা কামনা করেছেন এবং মানবিক কার্যক্রমে এগিয়ে আসার জন্য সকল বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন ।