
নিজস্ব প্রতিবেদক:: সিলেটে পুলিশ হত্যা চেষ্টা মামলায় জেলা ও মহানগর ছাত্রদলের ৭ জন নেতাকর্মীকে ৮ বছরের সশ্রম সাজা ও ২০ হাজার টাকা করে জরিমানা প্রদান করা হয়েছে। অনাদায়ে আরো ৩ মাস সাজা প্রদান করা হয়েছে। এসময় ৪ জনকে বেখসুর খালাস প্রদান করেছেন আদালত।
বুধবার (২৫ আগষ্ট ২০২১) দুপুর ১২টায় সিলেটের চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট এর বিচারক মোঃ আবুল কাশেম এ রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্ত ছাত্রদলের ৭ জন নেতাকর্মী হলেন, লিটন কুমার দাস নান্টু, মাসরুর চৌধুরী তুহিন, জাহেদ আহমদ, রাহি শাহ, হিমেল আহমদ, কামিল হোসেন, জিয়া উদ্দিন।
খালাসপ্রাপ্ত ৪ জন হলেন, নাজিম উদ্দিন, সমিরন দাস, মিজান চৌধুরী ও রাহেল আহমদ। রায় ঘোষণা সময় আদালতের এজলাসে সাজাপ্রাপ্ত আসামীদের মধ্যে ২ জন উপস্থিত ছিলেন। তারা হলেন, হিমেল আহমদ ও জিয়া উদ্দিন। বাকী ৫ আসামী লিটন কুমার দাস নান্টু, মাসরুর চৌধুরী তুহিন, জাহেদ আহমদ, রাহি শাহ ও কামিল আহমদ রায় ঘোষণার সময় পলাতক ছিলেন। আসামীদের বিরুদ্ধে দন্ডবিধি ১৪৩/১৪৭/৩০৭/৩২৬/৩৪ ধারায় অভিযোগ গঠন করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ এপিপি মোস্তফা দেলওয়ার এবং আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট আব্দুল গফফার ও এডভোকেট সোহেল মিয়া।
মামলার নথি পর্যালোচনা করে ঘটনা সংক্ষিপ্ত বিবরণ সম্পর্কে জানা যায়, বিগত ১০/১০/২০১৩ইং তারিখে বিকাল ৩টায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনারকে গুমের প্রতিবাদে ও সন্ধানের দাবিতে সিলেট নগরীতে জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল বের করেন। এসময় ছাত্রদলের মিছিলে পুলিশ বাঁধা দিলে পুলিশ-ছাত্রদল উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। ওই দিন রাতেই এসআই নুরুল আমিন বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন, যার থানার মামলা নং- ১০, তারিখ: ১০/১০/২০১৩ইং, যাহার কোতোয়ালী জিআর- ১১০/২০১৩ইং। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ বিগত ২৫/০৭/২০১৭ইং তারিখ অত্র মামলার অভিযোগ পত্র দাখিল করেন, অভিযোগ পত্র নং- ৭৮।