• ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সততা ও আমানতদারির সাথে নগর উন্নয়নে উজ্জ্বল ভূমিকা রাখতে চাই: মাহমুদুল হাসান

admin
প্রকাশিত মে ২৮, ২০২৩
সততা ও আমানতদারির সাথে নগর উন্নয়নে উজ্জ্বল ভূমিকা রাখতে চাই: মাহমুদুল হাসান

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রেখে নগর উন্নয়নে উজ্জ্বল ভূমিকা রাখতে চাই। সিলেট সিটিতে গত হওয়া দুজন মেয়র জনপ্রিয় মেয়র ছিলেন। উন্নয়নে ও ভূমিকা রেখেছেন অনেক। তাদের ধারাবাহিক উন্নয়নকে আরো এগিয়ে নিতে চাই এবং সাথে সাথে আমি সততা ও আমানতদারির সাথে কোন খেয়ানত না করে শতভাগ বরাদ্দ কাজে লাগিয়ে নগর উন্নয়নে উজ্জ্বল ভূমিকা রাখতে চাই।

রোববার (২৮ মে) সিলেট নগরীর বিভিন্ন মাদ্রাসা সফর ও ওলামায়ে কেরামদের সাথে সৌজন্য সাক্ষাতকালে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মাওলানা মুফতি সাঈদ আহমদ, সহ-সভাপতি হাফেজ মাওলানা আসআদ উদ্দিন প্রমুখ।