• ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জাগরণ ইসলামী সাংস্কৃতিক দলের

admin
প্রকাশিত অক্টোবর ৫, ২০২০
ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জাগরণ ইসলামী সাংস্কৃতিক দলের

একুশে নিউজ:: সিলেট এম.সি কলেজ ছাত্রাবাসে নববধূকে ধর্ষণ, দাঁড়িয়াপাড়ায় কিশোরী ধর্ষণ, জালালাবাদ ও শামীমাবাদে গৃহবধূর্কে ধর্ষণের নিন্দা ও প্রতিবাদ এবং ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জাগরণ ইসলামী সাংস্কৃতিক দল।

আজ সোমবার (৫ অক্টোবর) বিকালে এক বার্তায় নেতৃবৃন্দ বলেন, বিচারহীনতা-বিচারের দীর্ঘসূত্রতা-ভোগবাদী রাজনীতির কারণে সারাদেশের একের পর এক নারী ধর্ষণের যে ঘটনা ঘটছে তারই ধারাবাহিকতায় ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। নেতৃবৃন্দ ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বিবৃতিদাতারা হলেন, জাগরণের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মাওলানা জয়নাল আবেদীন, প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মো. আব্দুর রব, পরিচালক আব্দুল করিম দিলদার, সংগীত পরিচালক এইচ এম আমান উল­াহ, আব্দুল আহাদ, তারেক মনওয়ার, আজিজুল ইসলাম, তারেক মাহমুদ, নাবিল আল মাহমুদ প্রমুখ।