• ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ন্যাচারেল সিলেট এর বিশেষ আড্ডা

admin
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৩
ন্যাচারেল সিলেট এর বিশেষ আড্ডা

ন্যাচারেল সিলেট এর উপ সম্পাদক সাহিত্যকর্মী মোঃ নাসির উদ্দিন সম্প্রতি ভারতের তিনটি রাজ্য সফর শেষে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সফর টুকিটাকি ও অভিজ্ঞতা ভাগাভাগি করার লক্ষ্যে ন্যাচারেল সিলেট এক বিশেষ আড্ডার আয়োজন করে।

আজ বুধবার সিলেটের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান পাণ্ডুলিপি প্রকাশন কার্যালয়ে ন্যাচারেল সিলেট এর সম্পাদক, বিশিষ্ট ব্যাংকার শিকড়সন্ধানী লেখক গবেষক মোহাম্মদ মোশতাক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক সিলেট সংলাপ সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ টেলিভিশন এর সিলেট বিভাগের সর্বপ্রথম প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ ফয়জুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাণ্ডুলিপি প্রকাশন এর স্বত্তাধিকারী বিশিষ্ট লেখক প্রকাশক বায়েজিদ মাহমুদ ফয়সল।

আড্ডায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিভাত সাহিত্য পরিষদের সভাপতি, স্বদেশ ফোরাম সিলেট ও দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি ও সংগঠক এম. আলী হোসাইন, অনুপ্রাণন উপ সম্পাদক কবি আলমগীর চৌধুরী, দৈনিক সিলেট বাণীর সহকারী সম্পাদক লেখক সাংবাদিক ও প্রকাশক লুৎফর রহমান তোফায়েল, ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থা মমতাজগঞ্জ এর সাধারণ সম্পাদক এবং সাবেক শিক্ষক মোঃ মাহবুবুর রশিদ প্রমুখ।

আড্ডার মধ্যমণি জৈন্তিয়া ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও প্রতিভাত সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন তার দ্বিতীয় বারের মতো ভারত সফরের অভিজ্ঞতা এবং প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ ইউরোপ, ভারত সহ অন্যান্য দেশ সফরের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন।