• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে নির্বাচনী প্রচারণায় পুলিশ ও বিএনপির মারামারি, মামলা দায়ের

admin
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০১৮

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ থানার মিরেরচর গ্রামে জাতীয় নির্বাচনী প্রচারণার কেন্দ্র করে পুলিশের সঙ্গে স্থানীয় বিএনপি নেতা কর্মীদের মারামারির ঘটনা ঘটেছে। গতকাল (২৫ ডিসেম্বর) বিকাল ৫টায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের রাবার বুলেট ও লাঠি চার্জের আঘাতে বিএনপির স্থানীয় অনেক নেতাকর্মী গুরুতর আহত হন।

আহতরা হলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ইমন, বিএনপি নেতা ফখরুল ইসলাম, ছাত্রদল নেতা দবির আলী, আক্তার হোসেন সহ অনেক নেতৃবৃন্দ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৫টার দিকে মিরেরচর এলাকার বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা জাতীয় নির্বাচনের সর্বশেষ প্রচারণার লক্ষ্যে বিশাল জনসমাগম নিয়ে এলাকায় নির্বাচনী প্রচারণা চলছে এসময় পুলিশ এসে তাদেরকে বাধা বিপত্তি দিলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাক-বিতন্ডার এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ রাবার বুলেট সহ টিআরসেল নিক্ষেপ করে। এতে স্থানীয় বিএনপির অসংখ্য নেতাকর্মী আহত হন। আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করা হয়।