• ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিয়ানীবাজারে গৃহবধূ খুন, গ্রেপ্তার ১

admin
প্রকাশিত এপ্রিল ১২, ২০২৩
বিয়ানীবাজারে গৃহবধূ খুন, গ্রেপ্তার ১

বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজারে জমি নিয়ে বিরোধের জেরে স্বপ্না বেগম (৪২) নামের এক গৃহবধূ ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১টার দিকে বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের পূর্বখলা গ্রামে এই ঘটনাটি ঘটে। পরে আহত স্বপ্না বেগমকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গতকাল রাতেই স্বপ্না বেগমের বাবা আরব আলী বাদী হয়ে বিয়ানীবাজার থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামি স্বপ্না বেগমের ভাশুর শফিক উদ্দিনকে (৬০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। নিহত স্বপ্না বেগম আলীনগর ইউনিয়নের পূর্বখলা গ্রামের দুবাই প্রবাসী আব্দুল মানিকের স্ত্রী। মানিক ও স্বপ্নার ছেলে রুবেল আহমদ লিবিয়া প্রবাসী এবং মেয়ে জন্নাতুল আক্তার স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, আপন দুই ভাই শফিক ও মানিকের পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল সকালে শফিক উদ্দিন নিজেদের ঘর নির্মাণের জন্য ছোট ভাই আব্দুল মানিকের ঘরের একটি অংশ ভেঙে ফেলেন। এ নিয়ে দুপুরে শফিকের সঙ্গে মানিকের স্ত্রী স্বপ্না বেগমের বাকবিতন্ডা ঘটে। একপর্যায়ে শফিক ক্ষিপ্ত হয়ে স্বপ্নাকে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন স্বপ্নাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পরপরই শফিক উদ্দিন পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যায়। পরে রাতে নিহত স্বপ্নার বাবা আরব আলী বাদী হয়ে বিয়ানীবাজার থানায় হত্যা মামলা করেন, মামলা নং-১৫, তারিখ ১১/০৪/২০২৩ইং। মামলার আসামীরা হলেন বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নস্থ পূর্ব খলাগ্রামের মৃত ইব্রাহিম আলীর পুত্র শফিক উদ্দিন (৬০), মুড়িয়া ইউনিয়নস্থ ঘুঙ্গদিয়া গ্রামের আলী হোসেন এর পুত্র মোহাম্মদ দিনার হোসেন (৫৪), পূর্ব খলাগ্রামের শফিক উদ্দিনের স্ত্রী রায়না বেগম (৪৫)। মামলার পর গতকাল রাতেই সিলেটের সীমান্তবর্তী এলাকা জকিগঞ্জ থেকে শফিক উদ্দিন কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম বলেন, গতকাল রাতেই মূল অভিযুক্ত শফিক উদ্দিনকে জকিগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। আইনের হাত থেকে কোন অপরাধী রেহাই পাবে না।