• ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিয়ানীবাজারের অভ্যন্তরীণ কোন্দলে সংঘর্ষ: অগ্নিসংযোগ, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২২

স্টাফ রির্পোটার: বিয়ানীবাজার উপজেলার অন্তর্গত নয়াগ্রামে মৃত নিত্যরঞ্জন দেবের বাড়িতে অভ্যন্তরীণ কোন্দলে ভয়ানক সংঘর্ষ সংঘটিত হয়।

সরজমিনে গিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা আমাদের প্রতিনিধির কাছে বলেন যে, এখানে দীর্ঘ দিন থেকে শফিক মিয়া ও আরিফ উদ্দিনের নেত্রীত্বে মাদক সেবন, মাধক বিক্রি ও সব ধরনের অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে আসছে। কিছু দিন পূর্ব থেকে টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে তাদের মধ্যে ঝামেলা চলছিল। ঘটনার দিন রাত আনুমানিক ১০:০০ ঘটিকার দিকে হট্টগোল শুনে আমরা আসি। এসে দেখতে পাই তারা দুইভাগে বিভক্ত হয়ে এক পক্ষ অপর পক্ষকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করতেছে আর বলছে আমাদের ভাগের টাকা আমাদেরকে কেন দিবেনা। আমরা তাদেরকে থামানোর চেষ্টা করলে আমাদের দিকে তেড়ে আসে এবং শাসিয়ে বলে এটা তাদের নিজেদের সমস্যা আমরা যেন তাদের বিষয়ে নাক না গলাই। তার পর পরই এখান থেকে কয়েকজন লোক মৃত নিত্যরঞ্জন দেবের ঘরের চতুর দিকে আগুন লাগিয়ে দেয়। নিমিষেই ঘর পুড়ে চাই হয়ে যায়।সংঘর্ষে গুরুতর আহত আরিফ উদ্দিন, শফিক মিয়া, নেহার উদ্দিন, রইছ উদ্দিন ও লয়লু মিয়াকে চিকিৎসার জন্য বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৩/০৯/২০২২ ইং রাত আনুমানিক ভোর ৪:০০ ঘটিকার সময় আরিফ উদ্দিন মারা যায়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি জানান ঘটনার বিষয়ে অবগত হয়ে নিজে গিয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছি। মামলার অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।