• ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শ্রীমঙ্গলে সরস্বতী ষ্টোর থেকে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২১

স্টাফ রির্পোটার :: ১৩ সেপ্টেম্বর রোজ সোমবার গোপন সংবাদের ভিক্তিতে শ্রীমঙ্গল থানার একটি বিশেষ টিম সরস্বতী ষ্টোরে এসে ব্যপক তল্লাশি শুরু করে। পরে দোকানের গুদাম ঘরে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও প্রায় ১(এক) হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ এ,কে,এম শিবলী সাদিকের সাথে কথা বললে তিনি জানান, আমাদের কাছে খবর ছিল সরস্বতী ষ্টোরের মালিক প্রজেশ কান্তি পাল ও তার ছেলে রাজিব পাল দীর্ঘ দিন থেকে অস্ত্র ও মাদকের ব্যবসা করে আসছে। কিন্তু এতদিন যথেষ্ট প্রমাণ আমাদের কাছে না থাকায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারিনি। যে কারণে আমরা তাদেরকে কড়া নজরদারিতে রেখে ছিলাম। এরই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের একটি বিশেষ টিম তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও প্রায় ১(এক) হাজার পিস ইয়াবা সহ প্রজেশ কান্তি পালকে গ্রেফতার করতে সক্ষম হয়। এবং তার ছেলে রাজিব পালকে গ্রেফতার করতে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।

মামলার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমাদের বিশেষ টিমের প্রধান আজিজুল রহমান বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে প্রজেশ কান্তি পাল ও তার ছেলে রাজিব পালকে আসামী করে একটি মামলা দায়ের করেছে। স্থানীয় বাচ্চু মিয়া ও কালাম মিয়ার সাথে কথা বললে তারা জানান, আমরা এতদিন শুনেছি তারা নাকি এসবের ব্যবসা করে আসছে দীর্ঘ দিন থেকে। প্রথমে আমরা এসব বিশ্বাস করিনি। কিন্তু আজকে তা প্রমাণিত হয়েছে। তারা এসব দুষ্কৃতিকারী ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান