• ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাত্রদল নেতা রাহাতের উপর ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলা: সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নিন্দা

admin
প্রকাশিত অক্টোবর ১১, ২০২৩
ছাত্রদল নেতা রাহাতের উপর ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলা: সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নিন্দা

সিলেট মহানগর ছাত্রদলের সমাজ সেবা সম্পাদক মুজিবুল হক রাহাতের উপর হত্যার উদ্দেশ্যে ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১০ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান বলেন,অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ছত্রছায়ায় সারাদেশে ছাত্রলীগ সন্ত্রাসীরা নিরীহ সাধারণ মানুষ ও বিরুধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর হামলা মামলা নির্যাতন অব্যাহত ভাবে চালিয়ে আসছে, এরই ধারাবাহিকতায় গত ৮ অক্টোবর সিলেট মহানগর ছাত্রদলের সমাজ সেবা সম্পাদক মুজিবুল হক রাহাতকে শিবগঞ্জ খরাদি পাড়া এলাকায় রাতের আঁধারে বাসায় ঢুকে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়।

নেতৃবৃন্দ আরো বলেন,অবিলম্বে ছাত্রনেতা রাহাতের উপর হামলাকারী চিহ্নিত ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।