একুশে নিউজ ডেস্ক : ছাত্রনেতা আদিল আহমদ এর বাড়িতে পুলিশি তল্লাশী, পরিবারকে হয়রানি ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বালাগঞ্জ উপজেলা বিএনপি ও সিলেট জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
শুক্রবার (১৩ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক এম মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সেফুল ও সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার উক্ত নিন্দা জানান।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান আওয়ামী লীগ নিশিরাতের ভোটের সরকার বিরোধী মতের বিশ্বাসীদের মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানী করছে। এই অবৈধ ফ্যাসিবাদী সরকার কার্যকলাপ এর মেয়াদ দীর্ঘায়িত করতে চায়। তার ধারাবাহিকতায় গতকাল সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আদিল আহমদ যুক্তরাজ্যে থাকা অবস্থায় বালাগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামের বাড়িতে গত রাত আনুমানিক সাড়ে ১০টায় পুলিশ তল্লাশির নামে ঘরের দরজা, আসবাবপত্র ভাঙচুর ও পরিবারের লোকজনদের সাথে খারাপ ব্যবহার করেছে। বিএনপির নেতাকর্মীদের বাসা বাড়িতে পুলিশের তল্লাশির নামে পরিবারের লোকদেরকে এই হয়রানি বন্ধ করা হোক। অনতিবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনসহ সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা ও গায়েবী মামলা প্রত্যাহার করা হোক এবং সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দেওয়ার জোর দাবি জানান নেতৃবৃন্দ।