• ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

যুব মজলিস সিলেট জেলার দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত: যুব সমাবেশ সফলের আহবান

admin
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২৩
যুব মজলিস সিলেট জেলার দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত: যুব সমাবেশ সফলের আহবান

আগামী ২০ অক্টোবর শুক্রবার বাদ জুমআ বায়তুল মুকাররম উত্তর গেইট সংলগ্ন রাস্তায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে মাওলানা মুহাম্মাদ মামুনুল হক সহ কারাবন্দী সকল আলেমের নিঃশর্ত মুক্তির দাবিতে যুব সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিলেট জেলা শাখার উদ্যোগে সোমবার (১৬ অক্টোবর) বাদ আসর এক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মদ মাহবুবুল হকের সভাপতিত্বে ও বায়তুলমাল সম্পাদক মাওলানা আখলাক আহমদের পরিচালনায় দায়িত্বশীল বৈঠকে উপস্থিত ছিলেন-মাওলানা তারিক বিন হাবীব, মাওলানা সুহাইল আহমদ, মাওলনা আহমদুল হক ফয়জী, মাওলানা মনসুর আহমদ, মাওলানা মিজানুর রহমান, মাওলানা উসামা সাজিদ, মমশাদ আহমদ, মাহফুজ আল নুমান প্রমুখ।

বৈঠকে যুবসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয় এবং মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে ২০ অক্টোবর যুব সমাবেশ সফল করার জন্য সিলেটের যুব সমাজের প্রতি আহবান জানানো হয়।