• ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছাত্রদল নেতা মোহাম্মাদ রাহাত হোসেন শিপুর বাড়িতে হামলা ও ভাংচুর

admin
প্রকাশিত জুলাই ২৫, ২০২৩
ছাত্রদল নেতা মোহাম্মাদ রাহাত হোসেন শিপুর বাড়িতে হামলা ও ভাংচুর

নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পুরান তেঁতলী গ্রামে দক্ষিণ সুরমা সরকারী কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক মোহাম্মাদ রাহাত হেসেন শিপু’র নিজ বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় গুরুতর আহত হন তাহার মা লাভলী বেগম ও ছোটভাই লাকায়েত হুসেন লিপু। তাদের আত্ম চিৎকার শুনে আশপাশের লোকজন এসে জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়, পরবর্তীতে তাদের আশপাশের লোকজন এসে উদ্ধার করে স্হানীয় এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।

ঘটনাটি ঘটে সোমবার (২৪ জুলাই) রাত আনুমানিক ৯ ঘটিকার সময়। হামলার ঘটনা শুনে আমাদের সংবাদকর্মী হাসপাতালে ছুটে জান। সেখানে গিয়ে ছাত্রদল নেতা মোহাম্মদ রাহাত হোসেন শিপুর মা আহত লাভলী বেগমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিত ভাবে স্হানীয় আওয়ামিলীগ নেতা সালেহ আহমদ হিরা ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানির নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার বাড়িতে হামলা চালিয়ে আমাকে ও আমার ছেলে লাকায়েত হুসেন লিপু’কে আহত করেছে। তিনি আরো বলেন স্হানীয় এই আওয়ামীলীগ নেতাদের ষড়যন্ত্রের শিকার হয়ে জীবন রক্ষার জন্য আমার আরেক ছেলে মোহাম্মদ রাহাত হেসেন শিপু দেশত্যাগ করেছে। আমরা প্রতিনিয়ত এই আওয়ামীলীগ সন্ত্রাসীদের ভয়ে আতংকিত থাকি।

উল্লেখ্য, ছাত্রদল নেতা মোহাম্মাদ রাহাত হেসেন শিপু’র সাথে পূর্ব বিরোধের জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে। জানাযায় বর্তমানে ছাত্রদল নেতা মোহাম্মাদ রাহাত হেসেন শিপু দু’টি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হয়ে দেশ পলাতক আছেন।