• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

একতরফা নির্বাচন দেশকে অশান্ত করে তুলবে: ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ

admin
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৩
একতরফা নির্বাচন দেশকে অশান্ত করে তুলবে: ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ

একুশে নিউজ ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সিনিয়র সহ-সভাপতি ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলেছেন, সংবিধানের দোহাই দিয়ে দলীয় সরকারের অধীনে একতরফা নির্বাচনের আয়োজন দেশকে অশান্ত করে তুলবে। সরকার কোন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করে এবং নির্বাচনকালীন সরকারের রূপরেখা তৈরি না করে নির্বাচনের ঘোষণা বিদ্যমান সংকট নতুন মাত্রা যোগ করবে। দেশে সংঘাত সহিংসতা পরিস্থিতিতে জনগণ ও দেশের অধিকাংশ নিবন্ধিত রাজনৈতিক দল বর্তমান সরকারের অধীনে নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা আর নীল নকশার নির্বাচন হতে দেবে না। তিনি বলেন, তফশিল ঘোষণার ভয় দেখিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নির্বাচনে নেয়া যাবে না। আগামী ১২ নভেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুন কর্মসূচি নিয়ে হাজির হবে দেশবাসীর উদ্দেশ্যে আশা করি শীঘ্রই পাল্টে যাবে দেশের পরিস্থিতি।

শুক্রবার (১০ নভেম্বর) ১০টায় সুরমা টাওয়ারস্থ কার্যালয়ে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বাংলাদেশ শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে প্রস্তুতি সভায় মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট মহানগর সহ-সভাপতি হযরত মাওলানা জহিরুল ইসলাম, সংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজমুল হাসান, দপ্তর সম্পাদক মাওলানা তৈবুর রহমান, সহ অর্থ সম্পাদক মোঃ সুমন আহমেদ, বস্ত্র ও গার্মেন্টস শ্রমিক বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, নির্মাণ শ্রমিক বিষয়ক সম্পাদক মোঃ সুলতান মিয়া, হকার্স ও ভ্রাম্যমান হকার শ্রমিক বিষয়ক সম্পাদক মোঃ সোহেল আহমেদ সহ থানা ওয়ার্ড নেতৃবৃন্দ।