• ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীর যুক্তরাজ্যে সফরকে কেন্দ্র করে হট্টগোল সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা

admin
প্রকাশিত মে ৪, ২০২৩
প্রধানমন্ত্রীর যুক্তরাজ্যে সফরকে কেন্দ্র করে হট্টগোল সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা

গোলাপগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান যুক্তরাজ্যে সফরকালে সেখানকার হট্টগোল কে কেন্দ্র করে সিলেটের গোলাপগঞ্জ মো: খায়রুল ইসলাম নামের এক যুক্তরাজ্যে প্রবাসীর বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা।

তিনি উপজেলার বহর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। জানাযায়, ভুক্তভোগী খায়রুল কয়েকবছর থেকে যুক্তরাজ্য বসবাস করছেন তিনি দেশে থাকা অবস্থায় বিএনপির সহযোগী ছাত্র সংগঠন ছাত্রদলের বুধবাড়ি বাজার ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ছিলেন। এবং প্রধানমন্ত্রীর এই সফরে তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, প্রবাসী খায়রুলের পরিবারের সদস্যরা। তারা এখন আতঙ্কের মাঝে আছেন বলে জানান।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য সফরের প্রতিবাদ জানিয়ে বিরাট বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা।

এই সফর উপলক্ষে দুই দিনব্যাপী লন্ডনের হাইড পার্কে যুক্তরাজ্য বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

সমাবেশে অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, গুম, খুন, নির্যাতন-নিপীড়ন, দুর্নীতি দু:শাসনের প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তিসহ বিএনপির ১ দফা দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়।