• ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রাগীব রাবেয়া মেডিকেলে ল্যাপারোস্কোপিক সার্জারীতে এইচডি ক্যামেরা সংযোজন

admin
প্রকাশিত অক্টোবর ৭, ২০২০
রাগীব রাবেয়া মেডিকেলে ল্যাপারোস্কোপিক সার্জারীতে এইচডি ক্যামেরা সংযোজন

একুুশে নিউজ::জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগে ল্যাপারোস্কোপিক সার্জারীতে এইচডি ক্যামেরা, কার্ল স্টোরজ (জার্মানী) সংযোজন করা হয়েছে।

এইচডি ক্যামেরা সংযোজনের ফলে অত্র হাসপাতালে আগত যে সকল রোগীদের ল্যাপারোস্কোপিক সার্জারী করার প্রয়োজন হবে তাদের অপারেশন আরো সুক্ষ ও নিখুঁতভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

এতে রোগীরাও উপকৃত হবে। লাপারোস্কোপিক সার্জারীতে এইচডি ক্যামেরা সংযোজনে চিকিৎসা ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে গেল জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল।

 

উল্লেখ্য, ইতিমধ্যে অত্র হাসপাতালে ল্যাপারোস্কোপিক এর সাহায্যে গলব্লাডার, এপেন্ডিক্স, হার্নিয়া, Duodenal ulcer perforation সহ অন্যান্য জটিল অপারেশন করা হচ্ছে।