• ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাত্রদল নেতা এহসানুল হকের বাড়িতে হামলা ও ভাংচুর

admin
প্রকাশিত মার্চ ১৭, ২০২২
ছাত্রদল নেতা এহসানুল হকের বাড়িতে হামলা ও ভাংচুর

ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলার পরশপুর গ্রামের সিলেট সরকারী কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এহসানুল হকের নিজ বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় তার মাতাকে হুমকি ধামকি সহ শারীরিকভাবে লাঞ্চিত করা হয়।এসময় তারা এহসানুল হকের বাড়ির মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করে। তার মায়ের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়, পরবর্তীতে তাদের আশপাশের লোকজন এসে তার মাকে উদ্ধার করে নিকটস্থ ফার্মেসী হইতে প্রাথমিক চিকিৎসা দেন।

ঘটনাটি ঘটে গত ১৬ মার্চ রাত আনুমানিক ৭ ঘটিকার সময়। হামলার ঘটনা শুনে আমাদের সংবাদকর্মী এহসানুল হকের মায়ের সাথে যোগাযোগ করলে তিনি জানান তার ছেলে এহসানুল হক বিএনপি রাজনীতি করার কারণে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ক্যাডার এ হামলা চালিয়েছে। তিনি আরো বলেন স্হানীয় এই আওয়ামীলীগ নেতাদের ষড়যন্ত্রের শিকার হয়ে জীবন রক্ষার জন্য তার ছেলে দেশত্যাগ করেছে। তারা প্রতিনিয়ত এই আওয়ামীলীগ সন্ত্রাসীদের ভয়ে আতংকিত থাকেন। ঘটনার বিষয়ে তিনি নিকটস্থ থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তার অভিযোগ নেইনি বলে তিনি আমাদের জানান।