• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে কোর্ট পয়েন্টে মানববন্ধনে আরিফুল হক চৌধুরী

admin
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৩
আন্তর্জাতিক মানবাধিকার দিবসে কোর্ট পয়েন্টে মানববন্ধনে আরিফুল হক চৌধুরী

একুশে নিউজ ডেস্ক : মানবাধিকার লঙ্ঘনের শিকার নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের স্বজনদের মুক্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি দলের সকল নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে সিলেট সিটি করপোরেশনের সদ্য বিদায়ী মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, শুধুমাত্র ক্ষমতাকে চিরস্থায়ীভাবে ধরে রাখার জন্য জনমতকে অগ্রাহ্য করে। গণবিরোধী শাসক গোষ্ঠী জনগণের মানবাধিকারের ত্বোয়াক্কা করে না। সুতরাং দুঃশাসনের বাতাবরণ তৈরী করতে গিয়ে তারা প্রতিবাদী জনগণের উপর নামিয়ে আনে পৈশাচিক অত্যাচার ও উৎপীড়ন। যারা সত্য উচ্চারণ করতে চায় তারা রাজনীতিবিদ, সাংবাদিক, ছাত্র, শ্রমিক, পেশাজীবীসহ নগরিক সমাজের যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয় এবং কারাবাস, শারীরিকভাবে নির্যাতনসহ জখম এবং গুম ও হত্যারও শিকার হতে হয়।

বর্তমানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশ ও শান্তিপূর্ণ সভাসমাবেশের কোন অধিকার নেই। জোরপূর্বক গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে মিথ্যা ও গায়েবি মামলা ও গায়েবি সাজা দেওয়ার হিড়িক চলছে। অবৈধ ক্ষমতাসীন জোট সীমাহীন রক্তপাত ও বেপরোয়া নিপীড়ন নির্যাতনের মধ্যে দিয়ে জনগণের সকল গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নিয়েছে। মানুষের গণতান্ত্রিক অধিকার মানবাধিকারের পরিপূরক।

যতক্ষণ পর্যন্ত সকল নেতাকর্মীদের মুক্তি, অবৈধ সরকার বাতিল ও অবৈধ ভোট বিহীন সরকার পদত্যাগ না করবে ততক্ষণ সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানাচ্ছি।

রবিবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে নগরের কোর্ট পয়েন্টে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচির অংশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ব্যানারে ‘মানবাধিকার লঙ্ঘনের শিকার নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের স্বজনদের’ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী, ইকবাল আহমদ তাপাদার, মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির সহ সভাপতি মো. শাহবুদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, শ্রমিক দল মহানগর সাবেক সভাপতি ইউনুস আহমদ, মহানগর বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক খালেদুর রশীদ ঝলক, জেলা শ্রমিক দলের সদস্য সচিব নুরুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল সামাদ তোহেল, আলতাফ হোসেন বিলাল, রুম্মান আহমদ, দিলাল আহমদ, এম জহুরুল ইসলাম মখর,মদন মোহন কলেজ ছাত্রদলের আহবায়ক আফজল হোসেন, শ্রমিক দলের আব্দুল মুকিত, ফয়ছল আহমেদ টিপু, আরাফাত হোসেন, ইমরান হোসেন, রায়হান আহমদ, আনিয়ান খান সজিব, মাহমুদ রিপু, জাকারিয়া আহমদ প্রমুখ।