• ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেট মহানগর যুব জমিয়তের জরুরী সভা

admin
প্রকাশিত অক্টোবর ৮, ২০২০
সিলেট মহানগর যুব জমিয়তের জরুরী সভা

একুশে নিউজ:: সিলেট মহানগর যুব জমিয়তের আসন্ন প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়ন কমিটির জরুরি বৈঠক বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ১২ নভেম্বর প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়নের লক্ষে সফলে ব্যাপক প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণ করা হয়।

 

মহানগর সভাপতি মাওলানা কবীর আহমদের সভাপতিত্বে জরুরী সভায় উপস্থিত ছিলেন মহানগর প্রশিক্ষণ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও মহানগর সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল করীম দিলদার, বাস্তবায়ন কমিটির সদস্য ও মহানগর অর্থ সম্পাদক মাওলানা আবু সুফিয়ান, বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা একরাম আহমদ মুহসিন, সদস্য মাওলানা আফতাব উদ্দিন খান, মহানগর প্রচার সম্পাদক মাহদী হাসান মিনহাজ, মাওলানা মুফতি সিরাজুল ইসলাম।

 

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১মাস ব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- মহানগর যুব জমিয়তের আওতাধীন বিভিন্ন ওয়ার্ড কমিটির সাথে মতবিনিময় ও দাওয়াতি সফর এবং সদ্য গঠিত মহানগর জমিয়তের বিভিন্ন থানা কমিটির যুব বিষয়ক সম্পাদকদের সাথে থানা কমিটি গঠনের লক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হবে।