• ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের যৌথ হামলায় যুবদল নেতা জেবরুল আহত

admin
প্রকাশিত মার্চ ১৫, ২০২২
গোলাপগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের যৌথ হামলায় যুবদল নেতা জেবরুল আহত

গোলাপগঞ্জ প্রতিনিধি:: গোলাপগঞ্জে যুবদল নেতা জেবরুল আমীনের ওপর হামলার অভিযোগ ওঠেছে উপজেলা ছাত্রলীগ-যুবলীগের একাংশের বিরুদ্ধে। আহত জেবরুল আমীন উপজেলা যুবদলের সক্রিয় সদস্য। সে উপজেলার বারকোট গ্রামের আব্দুল লতিফের ছেলে।

দলীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়িতে যাওয়ার সময় গোলাপগঞ্জ চৌমুহনীতে আসামাত্র পূর্ব থেকে উৎ পেতে থাকা একদল চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসী তার উপর হামলা এবং তার কোমরে নিচে চুরিকাঘাত করে পালিয়ে যায়। হামলাকারী সবাই ছাত্রলীগ-যুবলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানাযায়।

এসময় গুরুতর আহত জেবরুলকে প্রথমে স্থানীয়রা প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্মরত ডাক্তাররা তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট শহরের কোনো হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে পারিবারে সদস্যরা এসে তাকে সিলেটে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। বিষয়টি নিশ্চিত করেছেন আহত জেবরুলের ছোট ভাই রিমন আহমদ।

এবিষয়ে জানতে চাইলে গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি বলেন, আহত জেবরুল যুবদলের সক্রিয় সদস্য। তার উপর ছাত্রলীগ-যুবলীগের এমন জঘন্য হামলার তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাই। সকল সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।