একুশে নিউজ:: দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদে ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নর্থ ইষ্ট মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা মুনাজ্জির আলী, অধ্যাপক ডা. নাজমুল ইসলাম (বিভাগীয় প্রধান নেফ্রলজি), এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. হামিদা খাতুন, ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মাহমুদা কামরুন্নাহার, বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সৈয়দা উম্মে ফাহমিদা মালিক, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. তনুশ্রী সরকার, বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট সহকারী অধ্যাপক অধ্যাপক ডা. স্মিতা রায় সহ সকল শিক্ষার্থীবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশব্যাপী ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিযোগীতা চলছে। এসবের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থানে যেতে হবে। অপরাধী যে দলেরই হোক তাকে কঠিন শাস্তি দিয়ে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে। তাতেই অপরাধ কমে আসবে।