
নিজস্ব প্রতিবেদন : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজারস্হ ওয়াদুদ আক্তার কিন্ডারগার্টেন স্কুলের সামনে সোমবার (১০ জানুয়ারী) রাত আনুমানিক ১০ ঘটিকার সময় নির্মম ভাবে সন্ত্রাসী হামলায় খুন হন দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজ বিএ ১ম বর্ষের ছাত্র ছাত্রলীগ কর্মী দিলোয়ার হোসেন।
নিহত দিলোয়ার হোসেন কামাল বাজার এলাকার কারার পাড় গ্রামের আবুল হোসেনের ছেলে। উক্ত ঘটনায় নিহতের পিতা আবুল হোসেন বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় ১৮ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করে। দায়েরকৃত মামলা নং-০৯, জি.আর মামলা নং- ১২/২০২২।
এজাহারভুক্ত আসামীরা হলেন, সানি, লিমন, আলীমুল ইসলাম ইমন, জুবায়ের আহমদ লিলু, আজহার অনিক, রাজ খান, শাহ লাহিন, হারুন আহমদ, কামাল আহমদ, কামরুল হাসান, ইসলাম উদ্দিন, শাহেদ আহমদ, রুবেল আহমদ, জয়নাল আবেদিন, এনাম মিয়া, আব্দুল আহাদ, জাকারিয়া হুসেন, বাদশা মিয়া প্রমূখ। কি কারণে দিলোয়ার হোসেনকে হত্যা করা হয়েছে এই খবর এখনও স্পষ্ট যানা যায়নি। তবে নিহত দিলোয়ারের পিতার সাথে যোগাযোগ করলে তিনি বলেন তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে এলাকার বখাটে ও বিভিন্ন অপকর্মের সাথে জড়িত মামলার এজাহারে নাম উল্লেখ করা সন্ত্রাসীরা আমার ছেলেকে পরিকল্পিত ভাবে খুন করেছে। আমি খুনি সন্ত্রাসীদের নামে থানায় মামলা দায়ের করেছি। আমি তাদের অতিসত্বর গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য পুলিশের প্রতি দাবী জানাচ্ছি। এবং এই খুনিদের ফাঁসির দাবী জানাচ্ছি। এই হত্যার বিষয়ে স্হানীয় আওয়ামিলীগ নেতা আব্দুর রবের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, নিহত দিলোয়ার হোসেন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিল। থাকে বিএনপির সন্ত্রাসী ও এলাকার কিছু বখাটে একত্রিত হয়ে পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিত ভাবে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। আমি তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রসাশনের প্রতি জোড় দাবী জানাচ্ছি।
উল্লেখ্য, ঘটনার দিন বিকাল আনুমানিক ৫:১৫ ঘটিকার সময় দিলোয়ার হোসেনের সাথে সানির স্হানীয় কামাল বাজারে উভয়ের মোটর সাইকেলের ধাক্কা লাগে। ধারণা করা হচ্ছে এই ঘটনার জের ধরেই ছাত্রলীগ কর্মী দিলোয়ার হোসেনকে খুন করা হয়েছে।