• ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে সফর, ১৪৪৭ হিজরি

যুক্তরাজ্য ইয়াং ষ্টারের সাধারণ সম্পাদক হলেন ছদরুল ইসলাম লোকমান

admin
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২৪
যুক্তরাজ্য ইয়াং ষ্টারের সাধারণ সম্পাদক হলেন ছদরুল ইসলাম লোকমান

যুক্তরাজ্য প্রতিনিধি : সিলেট এর অতিপরিচিত সামাজিক সংগঠন সিলেট ইয়াং ষ্টারের সহযোগি সংগঠন যুক্তরাজ্য ইয়াং ষ্টারের সাধারণ সম্পাদক মনোনিত হলেন ছদরুল ইসলাম লোকমান। সোমবার (৮ জানুয়ারি) ইষ্ট লন্ডনে অনুষ্টিত সাধারন সভায় সর্বসম্মতিক্রমে ছদরুল ইসলাম লোকমানকে যুক্তরাজ্য ইয়াং ষ্টারের সাধারন সম্পাদক মনোনিত করা হয়।

দায়িত্ব পাওয়ার পরে অনুভতি প্রকাশে তিনি বলেন সংগঠন আমাকে যে দায়িত্বে দিয়েছে আমি যেনও সঠিক ভাবে পালন করতে পারি এবং সকলের সহযোগিতা কামনা করি।