• ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে সফর, ১৪৪৭ হিজরি

জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন জসিম

admin
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৪
জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন জসিম

জামালগঞ্জ প্রতিনিধি:
জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন মো. জসিম উদ্দিন তালুকদার।

বুধবার দুপুরে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও স্কুল কমিটি গঠনে প্রিসাইডিংয়ের দায়িত্বে থাকা মো. সাব্বির সারোয়ারের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তীর সঞ্চালনায় জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে নতুন কমিটি গঠনের লক্ষে জরুরী সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় অভিভাবক সদস্য মতিউর রহমানের প্রস্তাব ও সংরক্ষিত মহিলা সদস্য সুমতি তালুকদারের সমর্থনে মো. জসিম উদ্দিন তালুকদারকে সভাপতি পদে নাম প্রস্তাব করা হয়। এতে ম্যানেজিং কমিটির ১০ সদস্যর উপস্থিতিতে জসিম উদ্দিন তালুকদারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে গ্রহণ করা হয়