স্টাফ রিপোর্টার : গত ২০ আগস্ট ২০২১ ইং তারিখে সিলেট নগরীর উপশহরের এবিসি পয়েন্টে ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষের সময় ছাত্রদলের গুলিতে হ্নদয় খান (২৫) নামে এক পথচারী গুলিবদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৬ ঘটিকায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
নিহত হ্নদয় খান নগরীর উপশহরের আফরোজ মিয়ার কলোনীর বাসিন্দা মৃত সামাদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।
নিহত হ্নদয় খানের বৃদ্ধ মাতা অসুস্থ থাকায় লাশ দাফনের পর গত ২১ আগস্ট ২০২১ ইং তারিখে শাহপরাণ (রহ.) থানায় এসআইন সাব্বির আহমদ বাদি হয়ে ১৫জন আসামীর নাম উল্লেখ করে থানায় এজাহার দায়ের করেন। আসামীরা হলেন, মিজানুর রহমান নেছার, মোবারক হোসেন তুহিন, লোকমান হোসেন, আশিক উদ্দিন, কুদ্দুস আলী, আতিকুর রহমান লাভলু, আলাল আহমেদ, উমেদুর রহমান, রাশেদুর রহমান, এনামুল হক, আকমল হোসেন, মিজান আহমেদ, রাসেল খান, জমির আলী, সুহেল ইবনে রাজা।
শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান,আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ এ হত্যা সংগঠিত হয়। হত্যার ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটিনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা চলতেছে এবং একাধিক গোয়েন্দা টিম মাঠে কাজ করতেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।