• ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ছাত্রদল নেতা সাদেকুল হোসেনের বাড়িতে দুর্বৃত্তের হামলা ও দোকানে আগুন

admin
প্রকাশিত জানুয়ারি ৭, ২০১৯
ছাত্রদল নেতা সাদেকুল হোসেনের বাড়িতে দুর্বৃত্তের হামলা ও দোকানে আগুন

স্টাফ রিপোর্টার : সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর বাজারের আতাউল্লাহ গ্রামে মধ্য রাতে ছাত্রদল নেতা মোহাম্মদ সাদেকুল হোসেনের বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। এসময় মোহাম্মদ সাদেকুল হোসেনকে বাড়িতে না পেয়ে তার বাড়ির সামনের মার্কেটের ৩টি দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে নগদ টাকা সহ প্রায় ৯ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত ০৬ জানুয়ারি ২০১৯ সালে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে তার বাড়িতে এবং দোকানে এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ওসমানীনগরের দয়ামীর বাজারে মধ্যরাতে মুখোধারী দুর্বৃত্তরা মোহাম্মদ সাদেকুল হোসেনের দোকানে আগুন দেয়। এ সময় আমরা ডাক চিৎকার দিলে আসপাশের লোকজন ছুটে আসে তখন তাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই কিন্তু ততক্ষণে দোকানের মালামালসহ দোকান পুড়ে ছাই হয়ে যায়। ইতিমধ্যে অগ্নিকান্ডে তার ৩টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে দোকানে থাকা মূল্যবান জিনিষপত্র মালামালসহ প্রায় ৯ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

দোকানের মালিক মোহাম্মদ সাদেকুল হোসেনের বাবা মোহাম্মদ মুছাব্বির আলী বলেন, গত মধ্যরাতে একদল মুখোধারী দুর্বৃত্তরা আমার বাড়িতে হামলা চালিয়েছে। আমার বাড়িতে হামলা করে আমার ছেলে মোহাম্মদ সাদেকুল হোসেনকে খোঁজাখুজিঁ করে তাকে না পেয়ে আমার বাড়ির সামনের মার্কেটে আগুন দেয় দুর্বৃত্তরা। তাদের আগুনে আমার ছেলের ৩টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে আমাদের ৯ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের ভয়ে আমার পরিবার ও আমার ছেলেকে নিয়ে আতংকের মধ্যে জীবনযাপন করছি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন ঘটনার সত্যতা প্রকাশ করে বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থল যাই এবং তাদেরকে থানা পুলিশের মাধ্যমে আইনি সহযোগিতা নেওয়ার পরামর্শ দেই।