• ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মাস্টার পিস বাংলাদেশের সমন্বয়ক মোঃ জামিল হোসেনকে জামায়াত ক্যাডারদের হুমকি

admin
প্রকাশিত জুন ৬, ২০২১
মাস্টার পিস বাংলাদেশের সমন্বয়ক মোঃ জামিল হোসেনকে জামায়াত ক্যাডারদের হুমকি

মোঃ জামিল হোসেন

বিয়ানীবাজার প্রতিনিধি : মাস্টারপিস বাংলাদেশের সমন্বয়ক ও গৌরীনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জামিল হোসেন কে প্রাণনাশের হুমকি দিয়েছে বিয়ানীবাজার জামায়াতের চিহ্নিত ক্যাডার সাইবুল আলম ও তার সহযোগীরা। স¤প্রতি মাস্টারপিস বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ উদ্যোগে বিয়ানীবাজারে অনুষ্ঠিত আন্তধর্মীয় সমন্বয় সভাকে কেন্দ্র করে এই হুমকির ঘটনা ঘটে। গত ১ ও ২ জুন মোবাইল ফোনে এবং ৪ জুন তার বাড়িতে গিয়ে এই হুমকি দেয়া হয়েছে। এই ঘটনায় মোঃ জামিল হোসেন ও তার পরিবার নিরাপত্তাহীনতায় আতংকিত হয়ে পড়েছেন।

জানা যায়, গত ২৪ মে সোমবার বিয়ানীবাজার পৌরশহরের একটি হলরুমে মাস্টারপিস বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ উদ্যোগে ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার ও সহিংসতা প্রতিরোধে আন্তধর্মীয় সমন্বয় সভা ও কর্মশালা’ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান আয়োজনে মূখ্য ভূমিকা পালনের পাশাপাশি অনুষ্ঠান পরিচালনা করেন মাস্টারপিস বাংলাদেশ এর সমন্বয়ক মোঃ জামিল হোসেন। এ অনুষ্ঠানে আলোচক ও বক্তাগণ দেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী বাংলাদেশ কর্তৃক ধর্মের অপব্যবহার, ধর্মীয় উগ্রতা ও ধর্ম ব্যবসার বিষয়ে সমালোচনা করেন। এই বিষয়টি জানতে পেরে জামায়াতে ইসলামী বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ ক্ষুব্ধ হয়ে উঠেন। এই ঘটনার জের ধরে বিয়ানীবাজার জামায়াতে ইসলামী চিহ্নিত ক্যাডার সাইবুল আলম ও তার সহযোগীরা মাস্টারপিস বাংলাদেশের সমন্বয়ক মোঃ জামিল হোসেনকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। গত ১ ও ২ জুন জামায়াত ক্যাডার সাইবুল আলম মোবাইল ফোনে মোঃ জামিল হোসেনকে এ অনুষ্ঠান আয়োজনের জন্য দায়ী করে তাকে প্রাণনাশের হুমকি দেয়। এছাড়া গত ৪ জুন রাত ৯টার দিকে সাইবুল আলম দলীয় ৭/৮জন ক্যাডারকে নিয়ে মোঃ জামিল হোসেনের বাড়িতে গিয়ে তার সন্ধান করে। তাকে না পেয়ে তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগালি ও তাকে প্রাণে মেরে ফেলা হবে বলে প্রকাশ্যে হুমকি দিয়ে সন্ত্রাসীরা চলে আসে। এই ঘটনার পর মোঃ জামিল হোসেনের নিরাপত্তার কথা ভেবে তিনি ও তার পরিবারের সদস্যরা আতংকিত হয়ে পড়েছেন।

এ বিষয়ে মোঃ জামিল হোসেন বলেন, জামায়াত ক্যাডার সাইবুল ও তাদের দলীয় সন্ত্রাসীরা গত ১ ও ২ জুন মোবাইল ফোনে আমাকে গালাগালি ও হুমকি ধামকি দিয়েছে। তারা ২৪ মে’র অনুষ্ঠানে জামায়াত-শিবির কর্তৃক ধর্ম ব্যবসার বিষয়ে আলোচকদের বক্তব্যের জন্য আমাকে দায়ী করছে। সাইবুল আলমের নেতৃত্বে এই সন্ত্রাসীরা গত ৪জুন বাড়িতে এসে আমাকে সন্ধান করে এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে গেছে। এ অবস্থায় আমি চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। আমার পরিবার ও আমি আতংকের মধ্যে দিনাতিপাত করছি।