জামালগঞ্জে ফাতেমাতুয যাহরা রাঃ মহিলা মাদ্রাসার ভিত্তি প্রস্তুর স্থাপন
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জে ফাতেমাতুয যাহরা (রাঃ) মহিলা মাদ্রাসার ভিত্তি প্রস্তুর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের উদয়পুর গ্রামের উদ্যোগে এই মহিলা মাদ্রাসার ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, দরগাহপুর মাদ্রাসার মুহাদ্দিস মাও. শায়খ জাকির হোসাইন সাহেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাও. নূরুল ইসলাম, মাও. হাবিবুর রহমান, মাও. ফখরুল হাসান, মাও. শায়খ রুহুল আমিন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, হাফিজ শাহ জামাল, সুহেল, ইসহাক মিয়া, আঃ কাইয়ুম, মিঠু মিয়া, বাবুল মিয়া, আজাদ নূর, পারভেজ মোল্লা, শামীম মোল্লা,।
এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রতিটি মুসলিম নর নারীর দ্বীনি ইসলাম শিক্ষা নেওয়া ফরয। তাই ইসলাম সম্পর্কে জ্ঞান আহরণের জন্য দরকার মাদ্রাসা। উদয়পুরসহ আশেপাশের প্রায় ৮ থেকে ১০ টি গ্রামের কোথাও কোনো মাদ্রাসা নেই। আপনারা কয়েক গ্রামের মানুষের উদ্যোগে এই মাদ্রাসাটি নির্মাণ হতে যাচ্ছে। এতে করে এলাকার সকল শ্রেণীর মানুষের শিশুরা দ্বীনি শিক্ষা গ্রহণ করাটা সহজ হয়ে যাবে। মাদ্রাসা নিয়ে কেউ কোনো রাজনীতি করবেন না। সকলেই এটার প্রতি খেয়াল রাখবেন। সকল গ্রামের আর্থিক সহায়তায় এই মাদ্রাসাটি একদিন দ্বীনি আলো ছড়িয়ে দিবে পুরো ফেনারবাঁকে।
বিশেষ করে ধন্যবাদ দেওয়া দরকার উদয়পুর গ্রামের আমিরুল ইসলামকে। সে আপনাদেরকে সাথে নিয়ে সর্বোচ্চ চেষ্টা করে আজ মাদ্রাসাটি বাস্তবে রুপান্তরিত করতে পেরেছে।
এছাড়াও মাদ্রাসাটির অবকাঠামো উন্নয়নের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।
এসময় উদ্বোধন শেষে উদয়পুর, নাজিমনগর, হটামারা, লক্ষিপুর, নতুন পাড়া, তিন পাড়াসহ কয়েকটি গ্রামের প্রায় শতাধিক মানুষ নিয়ে বিশেষ মোনাজাত করা ও খাবার বিতরণ করার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মাও. হাবিবুর রহমান।