• ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

অস্ত্র মামলায় ছাত্রদল নেতা ইমরান হোসাইন গ্রেফতার

admin
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২০

নিজস্ব প্রতিবেদক : ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কায়স্থগ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিক্তিতে বিগত ১৭/১২/২০১৯ ইং তারিখ দুপুরের দিকে ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারে ইমরান ট্রেডার্স নামীয় দোকানে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ৪ রাইন্ড গুলি উদ্ধার করা হয়।

দোকানের কর্মচারী আনছার মিয়া ও রুহুল আমীন কে গ্রেফতার করা হয়। ইমরান হোসাইন কে প্রধান আসামী করে তিন জনের নাম উল্লেখ পূর্বক একটি অস্ত্র মামলা দায়ের করা হয়। মামলা হওয়ার পর থেকেই ইমরান হোসাইন পলাতক ছিল। তাকে গ্রেফতার করার জন্য বিশেষ সোর্স নিয়োগ করা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল রাত আনুমানিক ১০:১৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিক্তিতে কুলাউড়া থানাধীন পাথারিয়া নামক গ্রাম থেকে কুলাউড়া থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করতে সক্ষম হই। ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান যে, তাকে জিজ্ঞসাবাদ শেষে কোর্টে চালান করা হবে।