নিজস্ব প্রতিবেদক : ফেঞ্চুগঞ্জ থানায় দায়ের কৃত আলোচিত অস্ত্র মামলার রায় প্রদান করেছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাহাদ আহমদ চৌধুরী। মামলার সমস্ত সাক্ষী প্রমানের ভিক্তিতে প্রধান আসামী ইমরান হোসাইন কে ১৭ (সতেরো) বছরের সশ্রম কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
অন্য দুই আসামি আনছার মিয়া ও রুহুল আমীন কে ৫(পাচ) বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০(বিশ) হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়। ইমরান হোসাইন পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়।
রাষ্ট্র পক্ষের আইনজীবী মিনহাজ উদ্দিন আহমদের সাথে কথা বললে তিনি জানান যে এই রায়ে আমরা সন্তুষ্ট ন্যায় বিচার প্রতিষ্টিত হয়েছে। আসামি পক্ষের আইনজীবী মোহাইমিন জোয়ারদার জানান আমার মক্কেল ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। উদ্দেশ্য প্রনোদিত ভাবে আমার মক্কেলকে সাজা প্রদান করা হয়েছে। উল্লেখ্য যে বিগত ১৭/১২/২০১৯ ইং তারিখে ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজার ইমরান ট্রেডার্স নামীয় দোকান তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এবং তিনজনের নাম উল্লেখ পূর্বক একটি অস্ত্র মামলা দায়ের করা হয়।