• ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিয়ানীবাজারে স্কুল শিক্ষিকাকে অপহরণের চেষ্টা

admin
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২০

বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণ বাজারস্থ সুপাতলা মোড়ে করিমা আক্তার খান নামক এক স্কুল শিক্ষিকাকে অপহরণের চেষ্টা করা হয়েছে। বিয়ানীবাজার আদর্শ কিন্ডার গার্টেনের এই শিক্ষিকা পৌরসভার চন্দগ্রামের মৃত মোঃ মনসুর উদ্দিন খান এর মেয়ে। ৭ জানুয়ারী মঙ্গলবার সকাল ৯.৩০ ঘটিকায় বাড়ি থেকে রিক্সাযোগে স্কুলে আসার পথে এই ঘটনাটি ঘটে। সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপির এপিএস আওয়ামী লীগ নেতা মাকসুদুল ইসলাম আউয়ালের অনুসারী আওয়ামী লীগের স্থানীয় চিহ্নিত ক্যাডার রুনু আহমদ তার সহযোগী সন্ত্রাসীদের নিয়ে এই অপহরণের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, বিয়ানীবাজার আদর্শ কিন্ডার গার্টেনের শিক্ষিকা করিমা আক্তার খানকে দীর্ঘদিন থেকে উত্যক্ত করে আসছে আওয়ামী লীগের চিহ্নিত ক্যাডার রুনু আহমদ। প্রায় ২ বছর পূর্বে সে করিমা আক্তার খানকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু তার প্রস্তাব প্রত্যাখান করে করিমা আক্তার খান। এতে রুনু আহমদ ক্ষুব্ধ হয়ে তাকে নানাভাবে উত্যক্ত ও হয়রানী করে যাচ্ছে। বিদ্যালয়ে আসা যাওয়ার পথে প্রায়ই রিক্সা থামিয়ে করিমা আক্তার খানকে নানা কু-প্রস্তাব প্রদান, ওড়না ধরে টানা-হেচড়া করা, নানাভাবে মানসিক নির্যাতন ও অপহরণের হুমকি দিয়ে আসছে। ঘটনার দিন সকালে করিমা আক্তার খান রিক্সাযোগে বিদ্যালয়ে আসছিলেন। সকাল ৯.৩০ ঘটিকার দিকে পৌরশহরের দক্ষিণ বাজারস্থ সুপাতলা মোড়ে আসার পর পূর্ব থেকে মাইক্রোবাস নিয়ে ওৎ পেতে থাকা আওয়ামী লীগ সন্ত্রাসী রুনু আহমদ ও তার সহযোগী ৫/৬ জনের একটি দল তার পথরোধ করে। কোন কিছু বুঝে উঠার পূর্বেই তারা করিমা আক্তার খানকে জোরপূর্বক তাদের মাইক্রোবাসে তুলে নেয়ার চেষ্টা করে। এ সময় করিমা আক্তার খান চিৎকার চেচামেচি করলে পাশ্ববর্তী দোকানের লোকজন ও পথচারীরা দৌড়ে ছুটে আসেন। লোকজন আসতে দেখে রুনু আহমদ ও তার বাহিনীর সন্ত্রাসীরা মাইক্রোবাসযোগে পালিয়ে যায়।

এ বিষয়ে ভিকটিমের ভাই পৌরশহরের ব্যবসায়ী আবু সুফিয়ান খান বলেন, আমাদের প্রতিবেশী আওয়ামী লীগ নেতা মাকসুদুল ইসলাম আউয়াল দলীয় ক্ষমতার প্রভাবে একদিকে আমাদের পৈত্রিক সম্পত্তি জবর দখল করে রেখেছেন। অন্যদিকে তার অনুসারী আওয়ামী লীগ ক্যাডার রুনু আহমদকে আমার বোনের পেছনে লেলিয়ে দিয়েছেন। তার প্রত্যক্ষ মদদে সন্ত্রাসী রুনু দীর্ঘদিন থেকে আমার বোনকে স্কুলে আসা যাওয়ার পথে নানাভাবে উত্যক্ত করে আসছে। সামাজিকভাবে বিচার সালিশ দিয়েও কোন প্রতিকার পাই নাই। উল্টো আমার বোনকে জোরপূর্বক অপহরণের চেষ্টা করেছে এই সন্ত্রাসী রুনু আহমদ। এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, সাবেক মন্ত্রী ও বর্তমান এমপি নুরুল ইসলাম নাহিদ এর এপিএস এবং ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা হওয়ার সুবাদে বিয়ানীবাজার থানা প্রশাসন সবকিছুই মাকসুদুল ইসলাম আউয়ালের নিয়ন্ত্রণে। তাই থানায় অভিযোগ করে তেমন কোন লাভ হবে না।